গাছপালা

বিলাতি বাবুল গাছ

প্রচলিত নাম : বিলাতি বাবুল

ইংরেজী নাম : Bilati Babul

বৈজ্ঞানিক নাম : Acacia farnesiana L. Willd

পরিবার : Leguminosae

পরিচিতি : ছোট আকারের কাঁটাযুক্ত গাছ। বাকল মসৃণ, গাঢ় বাদামী, শাখা। পাতা দ্বিপক্ষল, রেকিস ২.৫-৭.৭ সে. মি. লম্বা। পিনি ২৮ জোড়া ও পত্রক ১০-২০ জোড়া। ফুল উজ্জ্বল হলুদ ও সুগন্ধি। ফল পড ৩.৬-৭.৮ সে. মি. লম্বা, মসৃণ, বক্র ও বাদামী বর্ণের হয় ।

বিস্তৃতি : এ গাছ আমেরিকার স্থানীয় গাছ এবং আমাদের দেশের গ্রামাঞ্চলে দেখা যায়।

ফুল ফোটার সময় : সেপ্টেম্বর ।

বীজ সংগ্রহ : জুলাই-আগস্ট।

সাধারণ ব্যবহার : ফুল থেকে বিখ্যাত কেসি পারফিউম তৈরী হয়। ফল ও মূলে প্রচুর ট্যানিন আছে। বাকলের রস সাপের কামড়ে ব্যবহৃত হয়। গাছ থেকে সাদা গাম এরাবিক তৈরী হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *