মধুচ্ছদা গাছ
প্রচলিত নাম : ময়ুরশিখা, গজকর্ণ
ইংরেজী নাম : Adiantum
বৈজ্ঞানিক নাম : Adiantum caudatum Linn.
পরিবার : Polypodiaceae
পরিচিতি : এটি একটি ফার্ন। প্রাচীন দেওয়াল, বিশেষ করে চুন-সুড়কির তৈরি ইটের গাঁথুনির দেয়ালে যে সবুজ গালিচার মতো উদ্ভিদ দেখা যায় সেখানে এ ফার্ন গাছ প্রায়শই জন্মে । পাতার আকৃতি যদি হাতপাখার মতো হয় তাহলে সেটা মধুচ্ছদা। হালকা সবুজ রঙের এ গাছগুলো যূথচর হিসেবে জন্মে। স্ট্রাইপ ৫-১০ সে. মি. লম্বা, গুচ্ছকারের মতো ছড়ানো, গাঢ় আবলুস খয়েরি, পাতা বা ফ্রন্ড (Frond) ১৫-৩০ সে. মি. লম্বা, সরল, পক্ষল, প্রায়ই প্রসারিত এবং শীর্ষে শিকড় আছে। পিনা (Pinna) ১.৫২.০ সে. মি. লম্বা, সেরাই গোলাকৃতি।
বিস্তার : বাংলাদেশের সর্বত্র। পুরাতন ইট ও চুন সুড়কীর দেয়ালে জন্মে।
ব্যবহার্য অংশ : সমগ্র গাছ।
ঔষধি ব্যবহার :
১) গাছটি সুগন্ধি, সংকোচক, বমিকারক ও জ্বরঘ্ন।
২) মাইগ্রেনের মতো একপার্শ্বিক মাথা ব্যথায় ব্যবহার্য।
৩) পাতার রস চর্মরোগে ও বহুমূত্র রোগে ব্যবহার্য।