বেলপুই গাছ
প্রচলিত নাম : বেলপুই
ইংরেজী নাম : Belpoi
বৈজ্ঞানিক নাম : Elaeocarpus floribundus Roxb.
পরিবার : Elaeocarpaceae
পরিচিতি : মাঝারী আকারের গাছ, ২০ মিটার পর্যন্ত উঁচু হয়। শাখা উজ্জ্বল ও কুঁড়িসমুহ সিল্কি। পাতা ডিম্বাকৃতির ৭.৫-১৫ X ২.৫-৫ সেঃমিঃ। ফুল সাদা ১২-১৫ সে. মি. লম্বা রেসিম। ফল হালকা সবুজ ও ড্রোপ ।
প্রাপ্তিস্থান : বাংলাদেশের চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল এলাকায় লাগানো হয়।
সাধারণ ব্যবহার : কাঠ ধূসর বাদমী, মোটামুটি শক্ত, দৃঢ় ও টেকসই। ভাল পালিশ নেয়। সাধারণ নির্মাণ কাজ ও জ্বালানী হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া বাক্স, কেবিনেট কাজ, পেনেল ও নৌকার কাজেও ব্যবহৃত হয়।