গাছপালা

বকাইন গাছ (ঘোড়া নিম, পোমা, পোয়া, মহানিম)

বকাইন

প্রচলিত নাম : ঘোড়া নিম, পোমা, পোয়া, মহানিম

ইংরেজী নাম : Barbados Lilac, Bread Tree, Pride of India

বৈজ্ঞানিক নাম : Melia sempervirens Linn. All.

পরিবার : Meliaceae

পরিচিতি : ছোট থেকে মাঝারী আকারের গাছ। নিম পরিবারের নিম গাছের মতই এটি একটি পত্রমোচি বৃক্ষ । দ্রুত বর্ধনশীল। ফুল হালকা বেগুনী রং-এর। গ্রীষ্মকালিন ছায়াদায়ক বৃক্ষ হিসেবে পরিচিত। গাছের বাকল ঘন ধূসর বর্ণের। বাকল লম্বালম্বিভাবে ফাটা। ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত বৃক্ষ পাতা শূন্য থাকে। পাতা যৌগিক দ্বিপক্ষল। পাতা ২৫-৫০ সে. মি. লম্বা হয়। পত্ৰক ৩-৭টি, পত্রফলকের কিনার খাজকাটা। ফুল গুচ্ছাকার হলুদ বর্ণের। ফল দীর্ঘদিন গাছে থাকে, ড্রোপ ও গ্লোবুজ।

বিস্তৃতি : বাংলাদেশের উত্তরাঞ্চলে শোভাবর্ধক গাছ হিসেবে রাস্তার ধারে ও কোথাও কোথাও বাড়ির আঙ্গিনায় দেখা যায়।

বীজ সংগ্রহ : নভেম্বর- ডিসেম্বর।

বীজের ওজন : কেজিতে ৭০০-৮০০টি।

সাধারণ ব্যবহার : কাঠ লাল, নরম, দৃঢ়, টেকসই ও ভাল পালিশ নেয়। সস্তা আসবাবপত্র তৈরী, খেলাধুলার সরঞ্জাম, প্লাইউড, কাগজের মণ্ড ইত্যাদি তৈরীতে কাঠ ব্যবহার করা হয়। এর প্রধান ব্যবহার অবশ্য জ্বালানী হিসাবে। বীজ থেকে তেল পাওয়া যায় যা ওষুধ হিসাবে ব্যবহৃত হয়। এছাড়া কাঠ গৃহনির্মাণ, খেলনা, তৈরী, বারুদ বাক্স, প্যাকিং বাক্স ও কৃষি উপকরণ নির্মাণে ব্যবহৃত হয়।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *