গাছপালা

বাঁশপাতা গাছ

প্রচলিত নাম : বাঁশপাতা

ইংরেজী নাম ; Banspata

বৈজ্ঞানিক নাম : Podocarpus nirifolia Donl

পরিবার : Podocaarpaceae

পরিচিতি : বড় আকারের চিরসবুজ গাছ। বাকল সবুজাভ ধূসর বা বাদামী বর্ণের হয়। পাতা ৯-২৫ x ২-৫ সে.মি. সরু, লম্বা, বল্লামাকৃতির, উজ্জ্বল বর্ণের হয়। পত্রফলকে শাখা-শিরা ২০-৩০টি । বোটা ১-২ সে. মি. লম্বা। ফুল সাদা, ২.৫ সে. মি. লম্বা। ফল লম্বাটে সাবডুপাসিয়াস, ৩-৪ সে. মি. লম্বা।

প্রাপ্তিস্থান : বৃহত্তর চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের বনাঞ্চলে পাওয়া যায়। এটি একটি মূল্যবান দুষ্প্রাপ্য গাছ।

সাধারণ ব্যবহার : কাঠ হলুদাভ বাদামী বর্ণের,শক্ত, দৃঢ় ও টেকসই। নির্মাণ কাজ, আসবাপত্র ও গৃহনির্মাণ কাজে ব্যবহৃত হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *