গলার রোগের লক্ষণ ও ব্যবস্থাপনা
গলার রোগের সাধারণ কারণ
১। জীবাণু আক্রমণ: ব্যকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস
২। আঘাত (যেমন-মাছের কাটা)
৩। ধুমপান, তামাক গ্রহণ।
৪। ঠান্ডা পানীয় বা খাবার গ্রহন।
৫। ঠান্ডা আবহাওয়া।
৬। কণ্ঠস্বরের অতি ব্যবহার।
৭। পান সেবন।
৮। মুখের পরিচ্ছন্নতা না মানা।
৯। এলার্জি।
গলার রোগ প্রতিরোধের উপায়
১। ধুমপান কিংবা অন্য যে কোন উপায়ে তামাক গ্রহন বর্জন করা ।
২। পান-সুপারী বর্জন করা।
৩। মুখের পরিচ্ছন্নতা মেনে চলা। ( যেমন- প্রতিদিন রাতে শোবার আগে ভালভাবে গড়গড়া করে কুলকুচি করা, দাঁত ব্রাশ করা)।
৪। কোন সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসা নেয়া।
গলার রোগের সাধারণ লক্ষণ
১। গলা ব্যথা ।
২। গিলতে কষ্ট হওয়া ।
৩। কণ্ঠস্বরের বিকৃতি।
৪। থায়রয়েড বড় হয়ে যাওয়া ।
৫। গলার পাশে ক্ষুদ্র ক্ষুদ্র গুটি দেখা যাওয়া।
অনলাইনে আমাদের অবিজ্ঞ দাক্তারদের থেকে পরামর্শ নিতে এখানে ক্লিক করুন এপয়েন্টমেন্ট
[videogallery id=”throat-disease-alo”]
[videogallery id=”throat-disease-homeo”]