এপেন্ডিসাইটিস হলে করনীয় ও সকল পদ্ধতির ডাক্তারদের বক্তব্য।
এপেন্ডিসাইটিস
ভার্মিফরম এপেন্ডিক্স এর ইনফ্লামেশন কে এপেন্ডিসাইটিস বলা হয়। এর সঠিক কারণ অজানা।
এপেন্ডিসাইটিসের প্রধান লক্ষণের মধ্যে রয়েছে – পেট বেদনা যা নাভী থেকে শুরু হতে পারে এবং পরবর্তীতে পেটের ডানদিকে স্থির হয় (পেটের ডানদিকে এপেন্ডিক্স এর স্থানে চাপ দিলে মারাত্নক বেদনা অনুভূত হয়,), রোগীর বমি ও বিষমিষা থাকতে পারে, কন্সটিপেশন বা ডায়রিয়া থাকতে পাওে, সামান্য জ্বর থাকতে পারে, শুরুর কয়েক ঘন্টা পর পেট শক্ত হয়ে যেতে পারে ও রোগী নড়াচড়া বা গভীর শ্বাস-প্রশ্বাস, কাশিতে পেটে বেদনা হতে পারে।
এপেন্ডিসাইটিসের লক্ষণ দেখা দেয়া মাত্র রোগীতে হাসপাতালে প্রেরণ করতে হবে।
আমাদের অবিজ্ঞ দাক্তারদের থেকে পরামর্শ নিতে এখানে ক্লিক করুন এপয়েন্টমেন্ট
[videogallery id=”appendicitis-alo”]
[videogallery id=”appendicitis-harbal”]