ইউরিনারী সিস্টেম বা মূত্রতন্ত্র
ইউরিনারী সিস্টেম বা মূত্রতন্ত্র
মানবদেহের যে ফিজিওলজিক্যাল সিস্টেম দ্বারা মুত্র তৈরি সংবহন ও নিস্কাশিত হয়। তাকে ইউরিনারী সিস্টেম (urinary system) বা মুত্র তন্ত্র বলে। ইউরিনারী সিস্টেমের অঙ্গ সমূহ এবডোমেনে অবস্থান করে।
ইউরিনারী সিস্টেম বা মুত্র তন্ত্রের অংশ সমুহ
অংগ
| প্রধান কাজ। | এক জোড়া কিডনী বা | দেহের বর্জ্য পদার্থ নিস্কাশন ( মূত্র তৈরির
বৃক্ক (মূত্র তন্ত্রের মাধ্যমে)। প্রধান অংগ)। • রক্ত কোষ তৈরির জন্য অত্যাবশ্যক হরমোন তৈরি
করে।
রক্তচাপ নিয়ন্ত্রন করে। v দেহের ইলেক্ট্রলাইট ও এসিড-বেস সমতা রক্ষা
করে। এক জোড়া ইউরেটার | কিডনী থেকে মুত্র মুত্রথলি পর্যন্ত নিয়ে যাওয়া একটি মুত্র থলি। অস্থায়ী ভাবে মুত্রকে জমা রাখা । মুত্র নালী।
মুত্র বাহিরে নিস্কাশন।