গাছপালা

মহুয়া গাছ

প্রচলিত নাম : মুয়াম মান্তল

ইংরেজী নাম : Monkey Face Tree, Karmula

বৈজ্ঞানিক নাম : Madhuca indica Gmel.

পরিবার : Sapotaceae

পরিচিতি : মাঝারী থেকে বড় আকারের পত্রহরিৎ গাছ ২০ মিটার পর্যন্ত লম্বা হয়। কাণ্ড খাটো ও মুকুট গোলাকার। পাতা সরল ও লম্বা একত্রে গুচ্ছভাবে শাখার অগ্রভাগে জন্মে, পাতা ৭.৫-২৩ সে. মি. লম্বা হয়। ফুলের পাপড়ি শাসাল, ক্রীম বর্ণের ১.৫ সে. মি. পর্যন্ত লম্বা। ও সুগন্ধিযুক্ত হয়। ফল বেরি ও ডিম্বাকৃতির ৫ সে. মি. লম্বা হয়।

বিস্তৃতি : দিনাজপুর অঞ্চলে বেশী দেখা যায়। তবে দেশের অন্যত্র লাগানো হয়।

বীজ সংগ্রহ : জুন-জুলাই।

সাধারণ ব্যবহার : কাঠ খুবই সুন্দর, মোটামুটি শক্ত, দৃঢ়, ও টেকসই। কাঠের বর্ণ লালাভ বাদামী। গৃহনির্মাণ, ব্রীজ, জাহাজের বিল, ট্রলার নৌকার নীচের তক্তা, আসবাবপত্র, টার্নেরী, খেলাধুলার সরঞ্জাম, কৃষি উপকরণ, বাদ্যযন্ত্র, তেল ও চিনির ঘানিতে ব্যবহৃত হয় ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *