ব্রেস্ট থেকে পানি বের হওয়া ও সকল পদ্ধতির ডাক্তারদের বক্তব্য।
স্তন বৃন্ত দ্বারা অস্বাভাবিক তরল পদার্থ বের হওয়া
সন্তানবতিদের স্তনে দুধ থাকে ফলে তা বিভিন্ন কারনে বের হয়ে আসতে পারে। তবে গর্ভবতী নন কিংবা দুগ্ধপোষ্য শিশু নেই এমন মহিলাদের স্তন দিয়ে দুধ বের হয়ে আসা অস্বাভাবিক ও রোগাবস্থাকে নির্দেশ করে। আর যদি স্তন থেকে দুধ ব্যতিত অন্য কোন তরল পদার্থ (পানির মত কিংবা রক্তাক্ত কিংবা পুঁজের ন্যায়) বের হলে তা স্তনের রোগাবস্থাকে নির্দেশ করে। কিছু কিছু ক্ষেত্রে তা মারাত্নক অবস্থাকেও নির্দেশ করতে পারে (এমন কি ক্যান্সার)।
এ ধরনের সমস্যা দেখা দিলে দ্রুত একজন স্ত্রী রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে ।