ঝুনঝুনা কড়ই গাছ
প্রচলিত নাম : সৃষ্টি কড়ই, চকমেডিয়া
ইংরেজী নাম : Jhunghuna Koroi
বৈজ্ঞানিক নাম : Dalbergia lanceolaria Linn.
পরিবার : Leguminosae
পরিচিতি : বড় আকারের পত্রহরিৎ বৃক্ষ। শাখা নীচের দিকে নুইয়ে থাকে। বাকল ধূসর ও মসৃণ। পাতা ইমপেরিপিনেট, পত্রক ৯-১৭টি, ২.৫-৫.০ সে. মি. লম্বা, একান্তর ও লম্বাটে। ফুল বেগুনি বর্ণের রেসিম। ফল পড ৩.৫-১০.০ সে. মি. লম্বা ও ১-৩টি বীজযুক্ত।
বিস্তৃতি : পার্বত্য চট্টগ্রাম ও ময়মনসিংহের বনাঞ্চলে পাওয়া যায়।
ফুল ফুটে : মে- জুন।
সাধারণ ব্যবহার : কাঠ হলুদাভ বাদামী, মোটামুটি শক্ত, ভারী, দৃঢ়, গৃহনির্মাণ কাজে ব্যবহৃত হয়। বীজের তেল বাতের জন্য উপকারী।