ঝুমুরাজা গাছ
প্রচলিত নাম : ঝুমুরাজা
ইংরেজী নাম : Jheimonaj
বৈজ্ঞানিক নাম : Derris robusta Benth
পরিবার : Leguminosae
পরিচিতি : মাঝারী আকারের ১০-১৬ মিটার উঁচু পত্রহরিৎ বৃক্ষ। কাণ্ড বা বোল ৩-১২ মিটার দীর্ঘ হয়। মুকুট ডিম্বাকৃতির। বাকল ধূসর সাদা। পাতা ইমপেরিপিনেট, পত্রক ৬-১৩ জোড়া, বিপরীত ও ১.৮-২.৫ সে. মি. লম্বা। ফুল সাদা, লম্বা, কাক্ষিক, রেসিম। ফল পড, ৩.৫-৬.৫x ০.৬-০.৮সেঃ মিঃ, পাখা যুক্ত ও ১-৫ বীজ বিশিষ্ট।
বিস্তৃতি : পার্বত্য চট্রগ্রাম, চট্রগ্রাম ও সিলেটের বনাঞ্চল।।
ফুল ফোটার সময় : এপ্রিল-মে ।
সাধারণ ব্যবহার : কাঠ ঘরের খুঁটি, লাঙ্গল ও নির্মাণ কাজে ব্যবহৃত হয়। পাতা উত্তম পশুখাদ্য। এ গাছ চা বাগানে নাইট্রোজেন সংরক্ষণকারী গাছ হিসেবে লাগানো হয়।