জীবন গাছ (জিগনী, গাদুবা)
প্রচলিত নাম : জিগনী, গাদুবা
ইংরেজী নাম : Jigni, Jiban
বৈজ্ঞানিক নাম : Trema orientalis Blume
পরিবার : Ulmaceae
পরিচিতি : ছোট আকারের গাছ। উচ্চতায় ৮-১০ মিটার পর্যন্ত হয়ে থাকে। বাকল পাতলা এবং অসংখ্য লেন্টিসেল আছে। পাতা একান্তর, সরল, পূর্ণাঙ্গ ও সমান্তরালভাবে সজ্জিত। পাতার উপর দিক গাঢ় সবুজ ও নীচের দিক হালকা সাদা। পাতা লম্বাটে বল্লমাকৃতির, কডেট, একমিনেট, পত্রফলকের কিনার ছোট ছোট খাজকাটা। পাতা লম্বায় ২-৫x২-১৫ সে. মি., হয়। পাতা খসখসে। ফুল ছোট কাক্ষিক সাইম। ফল ড্রোপ, ৩-০.৮ সে. মি. লম্বা হয়।
বিস্তৃতি : বাংলাদেশের সর্বত্রই প্রচুর জন্মে। তবে রংপুর, দিনাজপুর অঞ্চলে বাসতবাড়ীর আশেপাশে এ গাছ জন্মে।
সাধারণ ব্যবহার : কাঠ হালকা লালাভ ধূসর বর্ণের। কাঠ খুবই হালকা, নরম কিন্তু শুকালে ফাটে না। পাতা গো-খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। কাঠ জ্বালানী হিসেবেই ব্যবহৃত হয়।