গাছপালা

তেঁতুইয়া কড়ই গাছ

প্রচলিত নাম : তেঁতুইয়া কড়ই

ইংরেজী নাম : Tetuia Koroi

বৈজ্ঞাৎনক নাম : Albizia odoratissima Linn. Benth

পরিবার : Leguminosae

পরিচিতি : বড় আকারের পত্রহরিৎ বৃক্ষ, ২২-৩০ মিটার উঁচু হয়। মুকুট ছড়ানো। বাকল হালকা বাদামী থেকে গাঢ় ধূসর ছাপযুক্ত। পাতা দ্বিপক্ষল, রেকিস ১২-৩০ সে. মি. লম্বা, পিনি ৪-৭ জোড়া, ৭-১৩.৫ সে. মি. লম্বা, পত্রক ৭-২১ জোড়া, ১.০১-২ x ২-৩ সে. মি. লম্বা। ফুল হলুদাভ সাদা, বৃন্তক ও সুগন্ধিযুক্ত। ফল পড, ১২-১৭ X ২-৩ সে. মি. লম্বা, সরু ও চ্যাপটা ও লালাভ বাদামী হয়।

প্রাপ্তিস্থান : চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চলে।

ফুল ফোটার সময় : এপ্রিল- জুন।

বীজ সংগ্রহ : ফেব্রুয়ারী-মার্চ।

সাধারণ ব্যবহার : কাঠ বাদামী বর্ণের, শক্ত, ভারী টেকসই, দৃঢ় ও ভাল পালিশযোগ্য। সহসা উইপোকা ও ঘূণে নষ্ট করে না। ওজন ৬৮৮ কেজি/ঘনমিটার। কাঠ তেলের ঘানি, আসবাপত্র, নির্মাণ কাজ, কৃষি উপকরণ, গরু-ঘোড়ার গাড়ী, দরজা-জানালা ও অলংকারের কাজে ব্যবহৃত হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *