গাছপালা

সেগুন গাছ

প্রচলিত নাম : সেগুন

ইংরেজী নাম : Teak

বৈজ্ঞানিক নাম : Tectona grandis Linn

পরিবার : Verbenaceae

পরিচিতি : বড় আকারের পাতাঝরা বৃক্ষ, ২০-৩০ মিটার উচু হয়। কাণ্ডের গোড়ায় আধমূল আছে। বাকল হালকা বাদামী অথবা ধূসর হয়। পাতা বিপরীত, বড় আকারের, ৩০-৬০ সে. মি. লম্বা, ডিম্বাকৃতির ও খসখসে হয়। পুষ্পমঞ্জুরী বড় আকারের, ফুল সাদা ও লম্বা বৃন্তযুক্ত। ফল সাব গ্লোবুজ, সে. মি. ব্যাসের শক্ত ও অমসৃণ।

বিস্তৃতি : এ গাছের আদি নিবাস বার্মায়। বাংলাদেশের চট্টগ্রাম, পাবর্ত্য চট্টগ্রাম ও সিলেট বনাঞ্চলে ১৮৭৩ সাল থেকে লাগানো হচ্ছে। বর্তমানে দেশের সর্বত্র রাজকীয় কাঠের বৃক্ষ হিসেবে লাগানো হয় ।

বীজ সংগ্রহ : নভেম্বর-ডিসেম্বর।

বীজের ওজন : কেজিতে ১৫০০-২০০০টি।

সাধারণ ব্যবহার : সেগুন কাঠ বাংলাদেশের সবচেয়ে উত্তম কাঠ । কাঠ যখন কাটা হয় সোনালী হলুদ বর্ণের থাকে এবং আস্তে আস্তে গাঢ় বর্ণ ধারণ করে। কাঠ খুবই শক্ত, দৃঢ়, ভারী, টেকসই, উত্তম পালিশযোগ্য, তৈলাক্ত ও সুগন্ধিযুক্ত। ওজন ৬৪০ কেজি/ঘনমিটার। এ কাঠ মূল্যবান আসবাবপত্রে বেশী ব্যবহার হয়। এছাড়া জাহাজ নির্মাণ, জাহাজের ফিটিংস, মাস্তুল, গৃহনির্মাণ, বিলাসবহুল বাড়ীর দরজাজানালার পাল্লা, ফিটিংস, রেলের বগি, বাদ্যযন্ত্র, খোদাই শিল্প, পাইলিং, কেবিনেট কাজ ও পিট প্রুফ ও যন্ত্রের হাতল তৈরীতে ব্যবহৃত হয়। বাকল থেকে হলুদ রং ও কচি পাতা থেকে লাল রং পাওয়া যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *