গাছপালা

শুষুনী গাছ

প্রচলিত নাম : সুষুনী শাক

ইংরেজী নাম : Sushuni Shak

বৈজ্ঞানিত নাম : Marsilea minuta Linn.

পরিবার। : Marsiliaceae

পরিচিতি : লতানো উদ্ভিদ, মাটিতে লতিয়ে চলে, পর্ব থেকে এর শিকড় মাটিতে ঢুকে বিস্তার লাভ করে। শিকড়ের মাঝে মাঝে থাকে গ্রন্থি, বীজ হয় শীতকালে, শাকের চারটি পাতা থাকে এবং উদ্ভিদটি বর্ষাকালে বাড়ে।

বিস্তৃতি : বাংলাদেশের গ্রামাঞ্চলে ধানক্ষেতে, পুকুরের পাড়ে এবং অন্যান্য জলাভূমিতে এই উদ্ভিদটি জন্মে।

ব্যবহার্য অংশ : পুরো উদ্ভিদ।

ঔষধী ব্যবহার :

১) পুরনো জ্বরে পথ্য হিসেবে, মেহ ও কুষ্ঠরোগে এই শাক ব্যবহার করা হয়।

২) সুষুনী শাকের রস পরিমিত মাত্রায় গরম করে পান করলে শ্বাসকষ্ট দূর হয়, ভাল ঘুমও হয় ।

৩) শৈশবকাল থেকে যাদের মেধা কম, তাদের র পক্ষে তিন চার মাস যাবৎ শাক নিয়মিতভাবে খাওয়ালে উপকার হয়।

৪) কাঁচা শাক বেটে জল ও চিনি মিশিয়ে নিয়মিত খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। শরীর জ্বালা করলে এই শাকের রস অথবা শাক বাটা সারা গায়ে মেখে তারপর গোসল করলে জ্বালা দূর হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *