গাছপালা

শিয়ালকাঁটা গাছ

প্রচলিত নাম : শেয়ালকাঁটা

ইংরেজী নাম : Mexican Prickly Poppy

croatiap antal : Argemone mexicana Linn.

পরিবার : Papaveraceae

পরিচিতি : শিয়ালকাটা সাধারণতঃ শুকনা জায়গাতেই জনো, সরস জায়গা পছন্দ করে না। শিয়ালকাঁটা বীরুৎ জাতীয় উদ্ভিদ, এক মিটার আন্দাজ উঁচু এবং খাড়া কাণ্ড বিশিষ্টি উদ্ভিদ। এর পাতাগুলি ঢেউ খেলানো। পাতাগুলির কিনারা অল্পখণ্ডিত ও ধারালো কাঁটাযুক্ত। এ গাছের রস (তরুক্ষীর) গাঁঢ় এবং উজ্জ্বল হলুদ রঙের। ফল পীতবর্ণ, ফল দেখতে কাল সরিষার ন্যায়। একটি ফলে বহু বীজ থাকে।

বিস্তৃতি : আদিম নিবাস পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ। বাংলাদেশের সকল পতিত জমিতে সচরাচর দেখা যায়।

ব্যবহার্য অংশ : টাটকা রস, বীজের তৈল ও শিকড়।

ঔষধী ব্যবহার :

১) ইহার রস ক্ষতরোগে উপকারী।

২) শিয়ালকাটা গাছের রস, চন্দন গাছের রসের সাথে মিশ্রিত করে কুষ্ঠ রোগে প্রয়োগ করে।

৩) তৈল ৩০-৬০ ফোঁটা পরিমাণ রক্ত আমাশয়ে ব্যবহৃত হয়।

৪) আঠার ক্ষত নিবারণ করিবার শক্তি আছে।

৫) বোলতা ও ভীমরুল কামড়ালে মূল প্রলেপ স্বরূপ ব্যবহার হয়।

৬) বীজের তেল সরিষার তেলে পাক করে পাঁচড়া ও চুলকণায় ব্যবহৃত হয়।

৭) আঠা গণোরিয়া ও কুষ্ঠরোগে ব্যবহার হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *