প্রচলিত নাম : শেওড়া।
ইংরেজী নাম : Sheora
বৈজ্ঞানিক নাম : Streblus asper Lour.
পরিবার : Moraceae
পরিচিতি : ছোট আকারের ঝোপ জাতীয় চিরসবুজ গাছ। কাণ্ডের বাকল অমসৃণ, পাতা ডিম্বাকৃতির, খসখসে ও গাঢ় সবুজ, ২.৫-৮ সে. মি. লম্বা হয়। ফুল ডায়োসেয়াস বিক্ষিপ্ত বা গুচ্ছভাবে হয়। ফল হলুদ বর্ণের বেরি।
বিস্তৃতি : বাংলাদেশের সর্বত্র।
সাধারণ ব্যবহার : কাঠ মোটামুটি শক্ত ও ভাল পালিশ নেয়। কাঠ ছোটখাট জিনিস, গাড়ীর চাকা, কাগজের মণ্ড ও জ্বালানী হিসেবে ব্যবহৃত হয়। শেওড়া পাতা উত্তম পশুখাদ্য।।