সূতাগুলা গাছ
সূতাগুলা
প্রচলিত নাম : সূতাগুলা
ইংরেজী নাম : Sotagola
বৈজ্ঞানিক নাম : Vatica lanceifolia (Roxb.) Bl
পরিবার : Dipterocarpaceae
পরিচিতি : ছোট থেকে মাঝারী আকারের চিরসবুজ রেজিনাস বৃক্ষ। বাকল সবুজাভ ধূসর। পাতা পূর্ণাঙ্গ, সরল একান্তর, ৮-২৩ x ২.৫৭.০ সে. মি., লম্বাটে, বল্লমাকৃতির এবং পত্ৰশীর্ষ ক্রমশঃ সরু। ফুল সাদা, ১২ সে. মি. লম্বা, কাক্ষিক বা প্রান্তিয় রেসিমুস পেনিকল। ফল সাদা ডিম্বাকৃতির, নীচের দিক সরু ও ১.৮-২.৫ সে. মি. লম্বা হয়।
বিস্তৃতি : পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রামের বনাঞ্চলে জন্মে।
বংশ বিস্তার : প্রাকৃতিকভাবে বীজের মাধ্যমে।
সাধারণ ব্যবহার : কাঠ হলুদাভাব বা পিংকি বর্ণের, হালকা, মোটামুটি শক্ত, দৃঢ়, সোজা গোলাকার ও মসৃণ। গাছ থেকে সুগন্ধি বলসাম ঘুন্ধ তৈরী হয় এবং উহা হিন্দুরা ধর্মীয় উৎসবে ব্যবহার করেন। এছাড়া কাঠ ব্রীজ, গাড়ির বডি ও নির্মাণ কাজে ব্যবহৃত হয়।