প্রচলিত নাম : সুন্দল, বান্দরলাঠি
ইংরেজী নাম : Indian Laburmum, Puddin Pipe Tree
বৈজ্ঞানিক নাম : Cassia fistula Linn.
পরিবার : Leguminosae S.F. Caesalpinoideae
পরিচিতি : মধ্যম আকৃতির পাতাঝরা বৃক্ষ। ১৫ মিটার পর্যন্ত উঁচু হয়। ফুল হলুদ সোনালী বর্ণের। দীর্ঘ লম্বিত ফুলের জন্য এ গাছ বিখ্যাত। ফল গোলাকৃতির লম্বা, ঘন সবুজ বর্ণের সীম। বাকল ঘন পুরু। ছোট গাছের মসৃণ, বাহিরে ধূসর বর্ণের ভিতরে লালচে বাদামী বড় গাছের বাকল লালচে বাদামী, পুরু আঁশের মত ফাটলযুক্ত, কাঠ শক্ত, দীর্ঘস্থায়ী। পাতা যৌগিক ৪৫ সে. মি. পর্যন্ত লম্বা হয়। ৪-৮ জোড়া পত্রক আছে। ফল পড, পাকলে বাদামী ও ৬০ সে. মি. পর্যন্ত লম্বা হয়।
বিস্তৃতি : বাংলাদেশের সর্বত্র।
ফুল ফোটার সময় : মার্চ-জুন।
বীজ সংগ্রহ : নভেম্বর-মার্চ।
বীজের ওজন : কেজিতে ৬০০০-৭০০০টি।
প্রাপ্তিস্থান : দেশের প্রায় সর্বত্রই।
সাধারণ ব্যবহার : কাঠ লালচে বাদামী, শক্ত, দৃঢ় ও টেকসই। ঘরের খুঁটি ও অন্যান্য কাজের জন্য কাঠের চাহিদা প্রচুর। জ্বালানী হিসাবেও ভাল। বাকল ও শিকড় থেকে ট্যানিন পাওয়া যায়। বাকল, ফল ও পাতা ওষুধ হিসাবে বহুল ব্যবহৃত। কাঠ টেকসই ও ভাল পালিশ নেয় । এছাড়া এ কাঠ ব্রীজের খুঁটি, চাকা, জোয়াল, কৃষি উপকরণ, ভেঁকি, যন্ত্রের হাতল ও উন্নতমানের কাঠ কয়লা ব্যবহৃত হয়।