প্যারন্যাশাল সাইনাস
প্যারন্যাশাল সাইনাস
প্যারান্যাসাল সাইনাস (Para Nasal sinus) হলো ন্যাসাল ক্যাভিটির (নাসিকা। গহবরের) চারপাশে বিদ্যমান অস্থির বায়ুপূর্ন ফাঁকা স্থান ।এই ফাঁকা স্থান (ক্যাভিটি) সিলিয়েটেড কলামনা ধরনের এপিথেলিয়াম দ্বারা তৈরি মিউকাল মেমব্রেন দ্বারা – আবৃত।
কাজ
১. গহবরের অভ্যন্তরের বায়ু নিশ্বাসের বাতাসকে আর্দ্রতা ও তাপমাত্রা প্রদান করে।
২. ধ্বনি উৎপাদনে সহায়তা করে।
৩. ফেসিয়াল বোন (অস্থি) সমূহকে হালকা করে এবং মুখমন্ডলের পুর্ণাঙ্গ
আকৃতি প্রদান করে।