শিশু রোগ

মেরুদণ্ডের বক্রতা চিকিৎসা ও সকল পদ্ধতির ডাক্তারদের বক্তব্য।

মেরুদণ্ডের বক্রতা চিকিৎসা

মেরুদণ্ডের বক্রতা বা স্কোলিওসিস কি? | What is Curvature of Spine or Scoliosis?

স্কোলিওসিস হলো মেরুদণ্ড এক পার্শে বেঁকে যাওয়া যা প্রায়শই কিশোর-কিশোরীদের মধ্যে দেখা যায়। যারফলে মস্তিষ্ক সংক্রান্ত পক্ষাঘাত ও মাসেলের ক্ষয় সংক্রান্ত রোগ হতে পারে। মেরুদণ্ডের বক্রতা চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন। 

স্কোলিওসিসে আক্রান্ত হওয়ার কারণসমূহ | Causes of Scoliosis: 

বেশিরভাগ ক্ষেত্রে শৈশবে স্কোলিওসিসে আক্রান্ত হওয়ার সুনির্দিষ্ট কারণ অজানা। তবে নিম্নে উল্লেখিত কারণসমূহ ধারণা করা হয়। 

  • বংশে এ রোগ হওয়ার প্রবণতা থাকলে পরবর্তি প্রজন্মে এ রোগ হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়। 
  • সেরিব্রাল পালসি (Cerebral palsy) ও পেশীর ডেস্ট্রফি (Muscular dystrophy) রোগে আক্রান্ত হওয়ার ফলে। 
  • মেরুদণ্ডের হাড়ের বিকাশ সংক্রান্ত জন্মগত ত্রুটির ফলে। 
  • শিশুর বুক ও পিঠে অস্ত্রোপচারের কুফলে। 
  • মেরুদণ্ডে আঘাত বা সংক্রমণ। 
  • মেরুদন্ডের অস্বাভাবিকতা। 

 

স্কোলিওসিসের লক্ষণসমূহ | Symptoms of Scoliosis: 

স্কোলিওসিসের লক্ষণসমূহ নিম্নে উল্লেখ করা হলো:

  • অসম কাঁধ, একটি কাঁধ অন্যটির চেয়ে বেশি উঁচু দেখায়। 
  • অসম কোমর, একটি নিতম্ব অন্যটির চেয়ে বেশি উঁচু দেখায়। 
  • পাঁজরের খাঁচার এক পাশ উঁচু হয়ে যাওয়া। 
  • সামনে অবনত হলে পিছনের একপাশে উঁচু হয়ে উঠা। 

অনলাইনে আমাদের অবিজ্ঞ দাক্তারদের থেকে মেরুদণ্ডের বক্রতা চিকিৎসা নিতে এখানে ক্লিক করুন  এপয়েন্টমেন্ট

[videogallery id=”scoliosis-alo”]

রেপার্টরি রুব্রিক ও তার ঔষধ:

রুব্রিক CURVATURE, OF SPINE:  (30)
অর্থ মেরুদণ্ডের বক্রতা 
ঔষধ 3 Calc, 2 Lyc, 3 Sil, 2 Puls, 3 Phos, 3 Calc-p, 3 Sulph, 1 Op, 2 Merc, 1 Bar-c, 1 Psor, 1 Thuj, 1 Sep, 2 Carb-v, 1 Hep, 3 Calc-f, 3 Ph-ac, 3 Hecla, 3 Calc-s, 2 Bar-m, 1 Tarent, 3 Merc-c, 3 Asaf, 2 Con, 1 Dros, 1 Aur, 1 Carbn-s, 1 Ferr-i, 1 Calc-i, 1 Ther,
রুব্রিক CURVATURE, OF SPINE: Lies, on back with knees drawn up:  (1)
অর্থ মেরুদণ্ডের বক্রতার ফলে যখন চিৎ হয়ে শয়ন করে তখন হাঁটু উঠিয়ে রাখে  
ঔষধ 3 Merc-c,
রুব্রিক CURVATURE, OF SPINE: Neck:  (3)
অর্থ ঘাড়ের বক্রতা 
ঔষধ 2 Calc, 1 Phos, 2 Syph,
রুব্রিক CURVATURE, OF SPINE: Pain, in:  (4)
অর্থ মেরুদণ্ডের বক্রতার ফলে ব্যথা 
ঔষধ 3 Lyc, 3 Sil, 1 Hecla, 2 Aesc,
রুব্রিক CURVATURE, OF SPINE: Thoracic:  (13)
অর্থ থুরাসিক রিজনের বক্রতা 
ঔষধ 2 Calc, 2 Lyc, 2 Sil, 2 Puls, 2 Sulph, 1 Bar-c, 2 Syph, 1 Thuj, 1 Bufo, 2 Rhus-t, 2 Calc-s, 1 Plb, 2 Con,

[videogallery id=”scoliosis-harbal”]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *