শিশু রোগ

ক্রেটিনিজম চিকিৎসা ও সকল পদ্ধতির ডাক্তারদের বক্তব্য।

ক্রেটিনিজম চিকিৎসা

ক্রেটিনিজম কি? | What is Cretinism?
ক্রেটিনিজম হাইপোথাইরয়েডিজম দ্বারা সৃষ্ট একটি রোগ। এটি আয়োডিনের অভাবজনিত ব্যাধি যা ভ্রূণ, শিশু বা শৈশবকালে হয়ে থাকে। গর্ভাবস্থায় খাবারে আয়োডিনের ঘাটতি, ক্রেটিনিজমের প্রধান কারণ। হাইপোথাইরয়েডিজম ভ্রূণের ক্রমবর্ধমান বিকাশ বাঁধাগ্রস্ত করে, যারফলে মানসিক ও শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে শিশুর জন্ম হয়। ক্রিটিন শব্দটি ফরাসি শব্দ chrétien থেকে উদ্ভূত, যার আক্ষরিক অর্থ “খ্রিস্টান” বা “খ্রিস্টের মতো” কারণ এ রোগে আক্রান্ত ব্যক্তিরা মানসিকভাবে প্রতিবন্ধী এবং পাপ করতে অক্ষম। ক্রেটিনিজম চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।

ক্রেটিনিজমের প্রকারভেদ | Types of Cretinism:

ক্রেটিনিজম ২ প্রকার:

১. জন্মগত ক্রেটিনিজম
থাইরয়েড গ্রন্থির অভাব এবং থাইরয়েড হরমোন উৎপাদনে ব্যর্থতার কারণে জন্মগত ক্রেটিনিজম হয়। থাইরয়েড হরমোন সংশ্লেষণের সাথে জড়িত বিভিন্ন এনজাইম যেমন থাইরোগ্লোবুলিন, আয়োডোটাইরোসিন, ডায়োডিনেস, এছাড়াও থাইরয়েড স্টেমোলেটিং হরমোন (TSH), এর ত্রুটির কারণে এ রোগ হতে পারে। এ ধরনের হাইপোথাইরয়েডিজমকে জন্মগত হাইপোথাইরয়েডিজম এবং নন-গয়েট্রাস (CHNG) থাইরয়েডিজম বলা হয়। নন-গয়েট্রাস জন্মগত হাইপোথাইরয়েডিজমের সবচেয়ে প্রচলিত এন্ডোক্রাইন ব্যাধি।

২. এন্ডেমিক ক্রেটিনিজম
খাদ্যে পর্যাপ্ত পরিমাণে আয়োডিনের ঘাটতির ফলে ক্রেটিনিজম রোগ হলে তাকে এন্ডেমিক ক্রেটিনিজম বলে।

ক্রেটিনিজমের লক্ষণসমূহ | Symptoms of Cretinism:

সাধারণত শিশুর শারীরিক গ্রোথ সংক্রান্ত ত্রুটি ও মানসিক প্রতিবন্ধকতার লক্ষণ দেখে প্রাথমিক ভাবে এ রোগের ধারণা পাওয়া যায়।

  • লম্বা না হওয়া (বামনতা);
  • মৃদুভাবে স্নায়বিক বৈকল্য;
  • শ্রবণ ও বাকশক্তির ত্রুটি;
  • হাঁটাচলা ও ভাবভঙ্গীর সাথে ভারসাম্য বজায় রাখতে অক্ষমতা;
  • থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি (গলগণ্ড);
  • চুল এবং নখের স্বল্পতা;
  • কণ্ঠস্বর গভীর ও কর্কশ;
  • যৌন বৈশিষ্ট্যের প্রতিবন্ধকতা;
  • মোটা ত্বক;
  • জিহ্বা মুখ থেকে বাহির হয়ে আসা;
  • পেট বড় হওয়া;
  • নাভি অঞ্চলে হার্নিয়া;
  • IQ লেভেল কমে যাওয়া;

অনলাইনে আমাদের অবিজ্ঞ দাক্তারদের থেকে ক্রেটিনিজম চিকিৎসা নিতে এখানে ক্লিক করুন  এপয়েন্টমেন্ট

[videogallery id=”cretinism-alo”]

রেপার্টরি রুব্রিক ও তার ঔষধ:

রুব্রিক
CRETINISM: (21)
অর্থ
মানসিক ও শারীরিক প্রতিবন্ধী শিশু
ঔষধ
1 Calc-p, 1 Sulph, 1 Ign, 2 Bar-c, 2 Aeth, 1 Sep, 2 Bufo, 1 Hell, 2 Anac, 1 Ph-ac, 1 Arn, 1 Bar-m, 1 Nat-c, 1 Plb, 1 Iod, 2 Thyr, 1 Absin, 2 Lap-a, 1 Bac, 1 Lol, 1 Oxyt,

[videogallery id=”cretinism-harbal”]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *