সিতশাল গাছ
প্রচলিত নাম : সিতশাল
ইংরেজী নাম : Indian Rosewood, Bombay Blackwood
বৈজ্ঞানিক নাম : Dalbergia latifolia Roxb.
পরিবার : Leguminosae S.F. Papilionaceae
পরিচিতি : এ গাছ সাদা শাল নামেও পরিচিত। বড় আকারের পত্রমোচী বৃক্ষ। বাকলে লম্বা লম্বা ফাটল আছে। পাতা পর্যায়ক্রমিক পত্রক ৫-৭টি, উপর দিক গাঢ় সবুজ বর্ণের। ফুল ছোট, সাদা। ফল পড, ১-৩টি বীজ থাকে।
বিস্তৃতি : বাংলাদেশের সর্বত্র সীমিতভাবে লাগানো হয়।
সাধারণ ব্যবহার : কাঠ সেগুনের চেয়ে শক্ত, দৃঢ় ও টেকসই। দানা ঘন, বেগুনি কালো, ঘুণ পোকায় আক্রান্ত এবং পানিতে নষ্ট হয় না। এ মূল্যবান কাঠ নৌকার বাকা, গোছা, পাটাতন, ঘরের খুঁটি, কড়ি, বরগা ও নির্মাণ কাজে ব্যবহৃত হয়। কাঠ ভাল পালিশ নেয় বিধায় আসবাবপত্র, দরজা-জানালার চৌকাঠ, কেবিনেট কাজে ব্যবহৃত হয়।