গাছপালা

সিংড়া গাছ

প্রচলিত নাম : সিংড়া

ইংরেজ নাম : Shingra

বৈজ্ঞানিক নাম : Cynometra ramiflora L.

পরিবার : Leguminosae S.E. Caesalpiniaceae

পরিচিতি : ছোট আকারের চিরসবুজ গাছ। সিংড়া ম্যানগ্রোভ বনের প্রান্তস্থিত অঞ্চলের ছোট বৃক্ষ যা ঘন শাখা বিশিষ্ট ছাতার মতো চূড়া বিশিষ্ট গুল্ম হিসাবে জন্মে। এর নীচে অন্য কোন প্রজাতির চারা কদাচিৎ জন্মে। উচ্চতায় গড়ে ৫-৭ মিটার পর্যন্ত হয়ে থাকে। বাকল পাতলা, ধূসর ও মসৃণ। কাণ্ডের গোড়ায় কিছু অধঃমূল তৈরী হয়। পাতা মসৃণ ও যৌগিক। ফুল সাদাটে এবং তা জানুয়ারী মাসে ফুটতে শুরু করে। ফল উপবৃত্তাকার ৩-৪ সেন্টিমিটার দীর্ঘ ও ২-৩ সেন্টিমিটার প্রশস্ত বর্ণ বাদামী। প্রতি ফলে ১টি বীজ থাকে। ফল অবিদারী এবং পানির সাহায্যে বিস্তার ঘটে। বীজ শস্যবিহীন এবং জুন-জুলাই মাসে পাকে। অঙ্কুরোদগম মৃৎভেদী।

বিস্তৃতি : সুন্দরবন।

ফুল ফোটার সময় : জানুয়ারী

বীজ সংগ্রহ : জুন-জুলাই।

সাধারণ ব্যবহার : কাঠ লাল, শক্ত, দৃঢ় ও টেকসই। ঘরের খুঁটি, জ্বালানী ও হার্ডবোর্ড তৈরীতে ব্যবহৃত হয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *