রাইনাইটিস এর লক্ষণ ও সকল পদ্ধতির ডাক্তারদের বক্তব্য।
রাইনাইটিস
নাকের মিউকোসার ইনফ্লামেশনকে রাইনাইটিস বলা হয়। সাধারণভাবে একে সর্দিও বলা যায়। রাইনাইটিস একিউট ও ক্রনিক হয়ে থাকে।
একিউট রাইনাইটিস এর লক্ষণ হলো-নাক দিয়ে পানি পড়া, হাঁচি হওয়া, নাক বন্ধ থাকা, নাকের ভেতর স্ফিতি হওয়া ইত্যাদি। কারো কারো ক্ষেত্রে সাইনুসাইটিস এর লক্ষণ দেখা যেতে পারে। ক্রনিক রাইনাইটিস হলে রোগীর ঘণ ঘণ আক্রমন ঘটে।
একিউট রাইনাইটিস এর প্রাথমিক চিকিৎসা
সাধারন ব্যবস্থাপনা।
এলার্জি সৃষ্টি হয় এমন কিছু এড়িয়ে চলতে হবে।
নাকে মাস্ক ব্যবহার করা যেতে পারে।
হাঁচির সময় রুমাল ব্যবহার করতে হবে।
ঔষধ:
ক) এন্টিহিস্টামিন শ্রেণীর ঔষধ: চিকিৎসা কাল ৩-৫ দিন ১) স্বল্প থেকে মধ্যম মাত্রার সমস্যার জন্য।
জেনেরিক: ক্লোরফেনিরামিন মেলিয়েট (chlorpheniramine maleate) (দ্রিাকারক)
ব্রান্ড: পিরিটন (piriton)। ডোজ:
এ প্রাপ্ত বয়স্ক: ৪ মিগ্রা ট্যাবলেট দিনে ৩ বার।
শিশু-৬ মাস থেকে ১ বছর: আধা চামচ (২.৫ মিলি/১ মিগ্রা) দিনে ২ বার। শিশু-১-৫ বছর সিরাপ- আধা চামচ (২.৫ মিলি/১ মিগ্রা) দিনে
তিন বার। । শিশু ৫-৮ বছর: ২ মিগ্রা দিনে তিন বার
ডাঃ আব্দুল্লাহ আল কাইয়ুম
bos
মেডিসাইন্স পাবলিকেশন্স
| নাকের রোগ
শিশু-৯ থেকে ১১ বছর: ৪ মিগ্রা দিনে ২-৩ বার।
২) মধ্যম থেকে তীব্র মাত্রার সমস্যার ক্ষেত্রে: জেনেরিক: সেট্রিজিন (cetirizine) ; ব্রান্ড: এলাট্রল (alatrol) , ডোজ
| প্রাপ্ত বয়স্ক ও ছয় বছরের ঊর্ধে শিশুদের ক্ষেত্রে : ১০ মিগ্রা দৈনিক। । ২-৬ বছরের শিশু : ৫ মিগ্রা প্রতিদিন।
৩) তীব্র মাত্রার ক্ষেত্রে জেনেরিক: ফেক্সোফেনাডিন (fexofenadine) ব্রান্ড: ফেনাডিন (Fenadine). ডোজ।
| প্রাপ্ত বয়স্ক (১২ বছরের উৰ্দে): ৬০-১৮০ মিগ্রা দৈনিক। * শিশু- ৬ মাস থেকে ২ বছর : ১৫ মিগ্রা দিনে ২ বার। । শিশু- ২ বছর থেকে ১১ বছর : ৩০ মিগ্রা দিনে ১-২ বার।
ক্রনিক রাইনাইটিস থাকলে রোগীকে নাক-কান-গলা চিকিৎসকের নিকট প্রেরণ করতে হবে।
অনলাইনে আমাদের অবিজ্ঞ দাক্তারদের থেকে পরামর্শ নিতে এখানে ক্লিক করুন এপয়েন্টমেন্ট