রেকটাম বা মলাশয়
রেকটাম বা মলাশয়
সিগময়েড কোলন ও এনালক্যানালের মধ্যবর্তী স্থানেঅবস্থিত লার্জ ইন্টেস্টাইনের দূরবর্তী অংশের নাম রেকটাম (rectum )বা মলাশয়। এটি মনুষ্য বিষ্ঠার অস্থায়ী আধার হিসেবে কাজ করে। রেকটামের প্রসারণ মল ত্যাগের ইচ্ছা সৃষ্টি করে। পূর্ব পদ proct দ্বারা রেকটামামের সাথে সম্পর্ক বোঝায়।
অবস্থান
এটি হাইপোগ্যাস্ট্রিক অঞ্চলে অবস্থান করে। বিষেশত লেজার পেলভিসের পেছনের অংশে স্যাক্রামের নিচের দিকের তিন টুকরো বরাবর কক্সিস-এর সামনে অবস্থান করে।
বৈশিষ্ট্য
দৈর্ঘ্য প্রায় ১২ সেমি।
দুটি প্রান্ত: কোলন প্রান্ত ও এনাল প্রান্ত।
কাৰ্ভেচার (বক্রতা): দুটি এন্টেরিয়র পোস্টেরিয়র কার্ভেচার এবং তিনটি লেটারাল কার্ভেচার।
প্রো