এনাল ক্যানাল
এনাল ক্যানাল
এনাল ক্যানাল (anal canal) বা পায়ুপথ হলো লার্জ ইন্টেসটাইনের সর্বশেষ অংশ যা মনুষ্য বিষ্ঠা নিস্কাশিত হওয়ার পথ হিসেবে কাজ করে | এনাল ক্যানাল-এর শেষ অংশে এনাস নামক রন্ধ্রপথ রয়েছে।
অবস্থান
এটি পেলভিক ডায়াফ্রামের নিচে অবস্থান করে। পেরিনিয়ামের দুটি ইশ্চিওরেকটাল ফোসার মধ্যবর্তী স্থানে এর অবস্থান।
বৈশিষ্ট্য
দৈর্ঘ্য: ৩.৮ সেমি।
দুটি প্রান্ত: রেকটাল প্রান্ত ও এনাস।
পেকটিনিয়াল লাইন দ্বারা বিভক্ত দুটি বিভাজন : এক্টোডার্মাল ও এন্ডোডার্মাল।
দুটি স্ফিঙ্কটার:
০ ইন্টারনাল স্ফিংকটার (আভ্যন্তরিন দ্বার বিশেষ):অনৈচ্ছিক।
০ এক্সটার্নাল স্ফিংকটার (বাহ্যিক দ্বার বিশেষ): এটি ঐচ্ছিক। |
আভ্যন্তরিণভাবে এনাল ক্যানেলকে তিন অংশে বিভক্ত করা যায়
০ উপরের মিউকোসাল অংশ: এটি ১৫ মিমি দীর্ঘ। মিউকাস মেমব্রেন-এ ৬-১০টি উলম্ব ভাঁজ থাকে এদের এনাল কলাম বলে।
০ মধ্যম অংশ বা পেকটেন বা ট্রাঞ্জিসনাল অঞ্চল: এনাল ক্যানালের পরবর্তী ১৫ মিমি।
০ নিম্ন কিউটেনিয়াস অংশ: এটি প্রায় ৮ মিমি দীর্ঘ এবং প্রকৃত স্কিন(ক) দ্বারা আবৃত যা সোয়েট প্ল্যান্ড (ঘর্ম গ্রন্থি) ও সিবাসিয়াস গ্ল্যান্ড বিদ্যমান।