চর্ম ও যৌন রোগ, নিরাপদ চিকিৎসা

ফোঁড়া

ফোঁড়া

ফেঁড়া হলো চুলের গোড়ার ব্যকটেরিয়া ইনফেকশন (আক্রমন)। ফোড়া হলে আক্রান্ত স্থান লাল হয়, বেদনা হয়, পরবর্তীতে সেখানে পুঁজের সঞ্চয় হয়।

 

প্রাথমিক চিকিৎসা

আক্রান্ত স্থানে হালকা গরম সেক দিতে হবে দিনে ৩-৪ বার।

ভেতরে পুঁজ সঞ্চয় হলে পুঁজ বের করে দিতে হবে।

 

ঔষধ

১) এনালজেসিক: মধ্যম ও তীব্র বেদনার ক্ষেত্রে। (এর সাথে এন্টি আলসারেন্ট সেবন করতে হবে)

। জেনেরিক: আইবুপ্রোপ্রোফেন (lbuprofen)। । ব্র্যান্ড-ফ্লামেক্স (Flamex)-400, প্রস্তুতকারক-এ. সি. আই

ডোজ : প্রাপ্ত বয়স্ক : ৪০০ মিগ্রা (১ টি ট্যাব) দিনে ৩ বার ভরা পেটে, ৩-৫ দিন। শিশু : ১-২ বছর : আধা চামচ সিরাপ দিনে ৩-৪ বার। ৩-৭ বছর: ১ চা চামচ সিরাপ দিনে ৩-৪ বার। ৪-১২ বছর : ২ চা চামচ সিরাপ দিনে ৩-৪

বার, ৩-৫ দিন। ২) এন্টি আলসারেন্ট;

ক) জেনেরিক: ইসোমেপ্রাজল (Esomeprazole) ; ব্রান্ড: ট্যাব-অপটন-২০ (opton-20) প্রস্তুত কারক-বেক্সিমকো ডোজ: প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে সকালে ও রাতে খাবার ৩০ মি পূর্বে-১০ দিন। খ) জেনেরিক: রেনিটিডিন; ব্রান্ড-নিওসেপটিন আর, প্রস্তুতকারক: বেক্সিমকো। ডোজঃ

০ ৮ বছরের অধিক : ১ টি ট্যাবলেট সকাল+রাত খাবার।

৩০ মিনিট পূর্বে।

০ ৪-৮ বছর : ৭৫ মিগ্রা (১ চামচ) দিনে ২ বার খাবার ৩০

মিনিটি পূর্বে।

৩) মধ্যম ক্রিয়াশীল এনালজেসিক: মৃদু থেকে মধ্যম বেদনার জন্য এবং ৪ বছরের কম বয়স্ক শিশুর ক্ষেত্রে

ক) প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে

জেনেরিক: প্যারাসিটামল ফাস্ট রিলিজ ব্র্যান্ড: নাপা র‍্যাপিড (NAPA RAPID) প্রস্তুতকারক: বেক্সিমকো

ডোজঃ ১ টি ট্যবলেট ৬ ঘন্টা পর পর কিছু খাবার পর। খ) শিশুদের ক্ষেত্রে।

জেনেরিক: প্যারাসিটামল ব্র্যান্ড: সিরাপ নাপা (NAPA) প্রস্তুতকারক: বেক্সিমকো । ডোজঃ

v ৬ মাসের কম বয়স্কঃ ডাক্তারের পরামর্শ নিন। v ৬ মাস থেকে ১ বছর বয়স: আধা চা চামচ দিনে ৩-৪

বার। * ১ বছর থেকে ২ বছর: এক চা চামচ দিনে ৩-৪ বার। * ২ বছর থেকে ৫ বছর: দেড় থেকে দুই চা চামচ দিনে

৩-৪ বার। । ৫ থেকে ১২ বছর : ২-৪ চা চামচ দিনে ৩-৪ বার।

 

ফোঁড়া পেকে না ফেটে যাওয়া পর্যন্ত এন্টিবায়োটিক দেয়া যাবে না। এতে এন্টিবায়োমা (ফোড়া শক্ত হয়ে যাওয়া) হতে পারে।

 

ফোড়া পেকে গেলে যদি আপনা আপনি না ফাটে তবে কেটে সেখান থেকে পুঁজ বের করতে হবে। অভিজ্ঞতা থাকলে ফোঁড়া কেটে পুঁজ বের করা যেতে পারে। অভিজ্ঞতা থাকলে রোগীকে হাসপাতালে প্রেরণ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *