প্যারালাইসিস হলে করনীয় ও সকল পদ্ধতির ডাক্তারদের বক্তব্য।
অবশতা বা প্যারালাইসিস
এক বা একাধিক অঙ্গ নাড়াতে অক্ষম হওয়াকেই প্যারালাইসিস বলা হয়ে থাকে। প্যারালাইসিসের কারন হলো নার্ভের সমস্যা। প্যারালাইসিস হতে দেহের এক পার্শ্বের (যেমন ডানপাশ), আবার হতে পারে শুধু একটি অঙ্গের। স্ট্রোকের ফলে দেহের একপাশ অবশ হয়ে যেতে পারে। মুখ বেঁকে যাওয়াও প্যারালাইসিস।
এ ধরনের সমস্যা দেখা দিলেই রোগীকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিতে হবে। এ ধরনের সমস্যার ক্ষেত্রে ঔষধের পাশাপাশি ফিজিওথেরাপী নিতে হবে।