মাথা ঘুরানোর কারণ কি ও সকল পদ্ধতির ডাক্তারদের বক্তব্য।
মাথা ঘুরানো
মাথা ঘুরানো সমস্যাটি শুধু স্নায়ুতন্ত্রের সমস্যা নয় অন্যান্য ক্ষেত্রেও দেখা যায়। কানের সমস্যা, মারাত্নক এনিমিয়া, হার্টের সমস্যা, মানসিক সমস্যা, রক্তস্বল্পতা, শারীরিক দুর্বলতা ইত্যাদি কারনে মারাঘুরানো সমস্যাটি হতে পারে।
প্রাথমিক চিকিৎসা
সাধারণ ব্যবস্থাপনা
রোগীকে নিরব আরামদায়ক পরিবেশে শুইয়ে দিতে হবে।
পালস, বিপি, শ্বাস, তাপমাত্রা দেখতে হবে।
চিনির শরবত/গ্লুকোজ/খাবার স্যালাইন পান করতে দিতে হবে।
ঔষধ:
১) ভেসটিবুলার সাপ্রেসর
জেনেরিক: সিনারিজাইন (cinnarizine)।
ব্র্যান্ড: সিনারজিন-১৫ (cinarzin) প্রস্ততকারক: ইবনেসিনা
ডোজ: প্রাপ্ত বয়স্ক (১২+) : ১ ট্যাবলেট দিনে ৩ বার।
পরবর্তীতে একজন স্নায়ুরোগ বিশেষজ্ঞ কিংবা মেডিসিন বিশেষজ্ঞ কিংবা এমবিবিএস চিকিৎসকের নিকট প্রেরণ করতে হবে।।