প্রচলিত নাম : মুটুর করই
ইংরেজী নাম : Motar Karai
বৈজ্ঞানিক নাম : Albizia lucida Benth.
পরিবার : Leguminosae S.F. Mimosoideae
পরিচিতি : মাঝারী আকারের পত্রমোচী বৃক্ষ, উচ্চতায় ১০-১৫ মিটার পর্যন্ত হয়ে থাকে। বাকল গাঢ় বাদামী বর্ণের। নতুন শাখাশীর্ষ গাঢ় বর্ণের। যৌগিক পত্র , দ্বিপক্ষল, ২-৪ সে. মি. পত্রাক্ষ, পিনি ১-২ জোড়া, পত্রক ২-৩টি, ৫-১০ X ১.৫-৩.৫ সে. মি., বিপরীত। ফুল হালকা হলুদ। ফল পড ১০-২০ সে. মি. লম্বা হয়।
বিস্তৃতি : বাংলাদেশের সর্বত্র কম-বেশী জন্মে। তবে পার্বত্য চট্টগ্রামে বেশী জন্মে।
ফুল ফোটার সময় : এপ্রিল-জুন।
বীজ সংগ্রহ : জানুয়ারী-ফেব্রুয়ারী ।
সাধারণ ব্যবহার : কাঠ গাঢ় বাদামী বর্ণের, শক্ত, ভারী, ওজন ৮০১ কেজি/ঘন মিটার ও ভাল পালিশ নেয়। আসবাবপত্র, কৃষি উপকরণ, তেলের ঘানি, গাড়ীর বডি নির্মাণ কাজে, দরজা-জানালা ইত্যাদিতে ব্যবহৃত হয়।