গাছপালা

ডেওয়া গাছ (বর্তা গাছ, দেল গাছ)

প্রচলিত নাম : বর্তা, দেল

ইরেজী নাম : Monkey Jack

বৈজ্ঞানিক নাম : Artocarpus lacucha Buch-Ham.

পরিবার : Moraceae

পরিচিতি : মাঝারী থেকে বড় ধরনের পত্র হরিৎ বৃক্ষ। কাণ্ড তুলনামুলকভাবে ছোট। পাতা সরল, একান্তর ৮-৩০x৪-১৭ সে.মি., অখণ্ডিত পত্রফলক বিস্তৃত, চামড়ার মনেস/ নস/ -নস/ -তা লোমশ ও ডিম্বাকৃতির হয়। ফুল বোঁটাহীন, গর্ভপাদপুস্প, একলিঙ্গ, পুস্পপট ৪-৮টি, অমরাবিন্যাস এপিক্যাল। ফল ৫-৮ সে. মি. ব্যাসার্ধের হলুদ বর্ণের, অসমান ও সাইনকার্প (Synocarp) জাতীয় ।

বিস্তৃতি : বাংলাদেশের সর্বত্র।

বীজ সংগ্রহ : মে- জুন।

বীজের ওজন : কেজিতে ১,০০০-১,২০০টি।

সাধারণ ব্যবহার : কাঠ শুকনা অবস্থায় বাদামী বর্ণের হয়। খুব টেকসই ও দৃঢ়, মাটি ও পানির সংস্পর্শে দীর্ঘস্থায়ী থাকে। ছত্রাক, ঘূণে ও উইপোকায় নষ্ট করে না। কাঠ নির্মাণ কাজে, আসবাবপত্র, নৌকা, লঞ্চ, ম্যাচবাক্স ও ম্যাচকাঠি ও পাইলিং ও খুঁটি হিসাবে ব্যবহৃত হয়। কাঠ থেকে যে হলুদ রং পাওয়া যায় তা কাপড় রংকরণে ব্যবহার হয়।

ঔষধি ব্যবহার :

১) কাঁচা ডেওয়ার রস তিক্তকষায়, উষ্ণবীর্য, লঘুপাক, কফদোষনাশক, দাহকর এবং মলসংগ্রাহী।

২) পরিপক্ক ফল বায়ুনাশক ও পিত্তদোষ নিরাময় করে।

৩) ছালের ক্বাথ চামড়ায় ব্যবহার করলে রুক্ষ্মতা দূর হয়।

৪) কাঁচা ফল থেতলিয়ে গরম পানির সাথে মিশিয়ে খেলে দাস্ত পরিস্কার হয় এবং শরীরের মেদ কমে যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *