গাছপালা

ডুলুবাঁশ গাছ

প্রচলিত নাম : ডুলু বাঁশ

ইংরেজী নাম : Dulo Bans

বৈজ্ঞানিক নাম : Neohoazeaua dulloa Gamble

পরিবার : Graminae

পরিচিতি: একটি মাঝারী আকারের বাঁশ। কাল্ম ৫-১০ মিটার লম্বা, ৩-৭.৫ সে. মি. ব্যাসের হয়। বাকল গাঢ় সবুজের উপর রূপালী সাদা লোমে আবৃত থাকে। পর্বসন্ধি থেকে বের হওয়া শাখাসমুহ লম্বা ও অসমান। খোল ছোট অবস্থায় সবুজ থাকে এবং পরিপক্ক হলে বাদামী বর্ণের হয়। খোল লম্বায় ১৪-১৮ সে. মি. হয়। উপরের দিক সমান বা বক্র থাকে, অরিকল নেই এবং ব্লেড খোলের মাঝে থাকে। পাতা ১৫-৩০ X ৩-৪ সে.মি. বল্লমাকৃতির, গোড়া গোলাকার ও বোটা ছোট ও পত্রফলক হালকা সবুজ।

বিস্তৃতি : বাংলাদেশের সর্বত্র লাগানো হয়। চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চলে প্রাকৃতিকভাবে জন্মে।

বংশ বিস্তার : মোথার সাহায্যে।

ব্যবহার : অনেকটা মুলি বাঁশের মতো। তবে তরজা ও বেড়ার জন্য উত্তম।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *