মেনিনজাইটিস কেন হয় ও সকল পদ্ধতির ডাক্তারদের বক্তব্য।
মেনিনজাইটিস
মস্তিস্কের আবরনের ইনফ্লামেশন কে মেনিনজাইটিস বলা হয়। এটি সাধারণত বিভিন্ন জীবানুর ইনফেকশনের ফলে সৃষ্ট। এই রোগে জ্বর, ঘাড় শক্ত হয়ে যাওয়া, রোগী প্রলাপ বকা, অচেতনতা ইত্যাদি হতে পারে। এ ধরনের সমস্যা দেখা দেয়া দেয়া মাত্র রোগীকে হাসপাতালে প্রেরণ করতে হবে।