চর্ম ও যৌন রোগ, নিরাপদ চিকিৎসা

মেছতা

মেছতা

মেছতা এক ধরনের লালচে দাগ, যা পরে কালো হয়। এটি সাধারণত মুখমন্ডলে দেখা। যায় বিশেষত চোয়ালে। মেছতার সুস্পষ্ট কারণ খুঁজে পাওয়া যায় না। তবে মহিলাদের ক্ষেত্রে হরমোনের তারতম্য, জন্মনিয়ন্ত্রন বড়ি সেবন ইত্যাদিকে দায়ী করা যায়। মেছতা হলে কখনোই পল্লীচিকিত্সক বা ঔষধের দোকান থেকে ক্রিম কিনে ব্যবহার করা যাবে না। এতে সাময়িক উপশম মনে হলেও পরবর্তীতে তা মারাত্মক আকার ধারণ করে। মেছতা হলে বিলম্ব না করে একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *