গাছপালা

নোনাঝাউ গাছ বা লাহী ঝাউ গাছ

প্রচলিত নাম : লাহী ঝাউ

ইংরেজী নাম : Manna

বৈজ্ঞানিক নাম : Tamarix dioica Roxb.

পরিবার : Tamaricaceae

পরিচিতি : ছোট আকারের বৃক্ষ বা দ্রুত বর্ধনশীল গুল্ম। প্রায় ৬ মিটার পর্যন্ত লম্বা হয়। শাখাসমুহ নীচের দিকে নুইয়ে থাকে। বাকল দেখতে কালচে ও ফাটা ফাটা। পাতা খুবই ছোট ও স্কেলের মত, ১.৫ মি. মি. লম্বা। ফুল পিংক বা বেগুনী বর্ণের স্পাইক। ফল ক্ষুদ্রাকৃতির ক্যাপসুল।

বিস্তৃতি : বাংলাদেশের উপকূলীয় ও সমুদ্র তীরবর্তী চরাঞ্চলে জন্মে। বিশেষ করে পটুয়াখালী বরিশাল ও নোয়াখালী জেলার চরাঞ্চলে জন্মে।

বংশ বিস্তার : প্রাকৃতিকভাবে বীজের মধ্যমে। সাধারণ ব্যবহার ও কাঠ লালাভ বাদামী, নোটামুটি শক্ত, লম্বা ও প্যাচানো দানাযুক্ত ও টেকসই। জ্বালানী হিসেবে বেশী ব্যবহৃত হয়। এছাড়া, ট্যানারীতে ব্যবহৃত হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *