পুরুষ প্রজননতন্ত্রের রোগে ব্যবহৃত ঔষধ ও সকল পদ্ধতির ডাক্তারদের বক্তব্য।
পুরুম প্রজননতন্ত্রের রোগে ব্যবহৃত ঔষধ
পুরুষ প্রজননতন্ত্রের রোগে ব্যবহৃত ঔষধসমূহকে নিম্নরূপে শ্রেণিবদ্ধ করা যেতে। পারে
পুরুষ প্রজননতন্ত্রে ক্রিয়াশীল ঔষধ।
মেল সেক্স হরমোনাল প্রস্তুতি: যেমন-টেস্টোস্টেরন ও এস্টার, মেস্টেরোলোন।
বি.এইচ.পি- এর ক্ষেত্রে ক্রিয়াশীল ঔষধ: আলফুজোসিন, টামসুলোসিন ইত্যাদি।
ইরেকটাইল ডিজফাংকশনের ক্ষেত্রে ব্যবহৃত ঔষধ: সাইডেনাফিল, টাডালাফিল ।
এন্টিডিপ্রেসেন্ট; যেমন- ডেপপাক্সেটিন
অন্যান্য সাধারণ ঔষধ
এন্টিমাইক্রোবিয়াল ড্রাগ: এন্টিবায়োটিক, এন্টিপ্রোপ্রোটোজোয়াল ইত্যাদি।
এন্টিস্পাজমোডিক; যেমন- টাইমোনিয়াম মিথাইল সালফেট
এনালজেসিক; যেমন-এনসেইড