গাছপালা

গোয়ালেলতা বা হাঙ্গলাপুদি বা হংসপদী বা হংসরাজ গাছ

গোয়ালেলতা গাছ 

প্রচলিত নাম : হাঙ্গলাপুদি, হংসপদী, হংসরাজ

ইংরেজী নাম : The Maiden hair fern.

বৈজ্ঞানিক নাম: Adiantum capillus-veneris Linn.

পরিবার: Polypodiaceae

পরিচিতি: এটি এক প্রকার ফার্ন ও পুষ্পহীন গাছ। টিলা পাহাড়ের পাথুরে মাটির খাঁজে খাঁজে স্যাঁতস্যাঁতে ছায়াচ্ছন্ন স্থানে জন্মে। গাছের স্টাইপ (ছদ্মকাণ্ড) আংশিক খাড়া ১০-২৩ সেঃ মিঃ লম্বা, চকচকে কালচে, আরোমশ। পাতা দ্বিপক্ষল একটি খাটো প্রান্তিক পক্ষ বিশিষ্ট এবং প্রতি পার্শ্বে অসংখ্য খাড়া প্রচীরের মতো অঙ্গ। নিচেরগুলো আবার অল্প শাখান্বিত, খণ্ডগুলো ১.৫-২.৫ সে. মি. চওড়া, গোড়া কীলকাকৃতি (Cuneate), সেরাই (জননঙ্গে) গোলাকৃতি বা বিবৃক্কাকৃতি।

বিস্তার : সিলেট ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে।

ব্যবহার্য অংশ : সমগ্র গাছ।

ঔষধি ব্যবহার :

১) সর্দি, কাশি, মূত্রকৃচ্ছতা, বৃক্ক-পাথরি, জমাটবাধা কফ ও ফুসফুসের জটিল রোগে ব্যবহার্য।

২) পাতা মরিচ সহকারে জ্বরঘ্ন হিসেবে, মধুসহযোগে শ্লেষ্মাজনিত ও গোদ রোগে ব্যবহৃত হয়।

৩) গাছের রস দুগ্ধকারক, বমনকারক, নিদ্রাকারক, জোলাপ, ত্বক কোমলকারী ও চুলের টনিক হিসেবে ব্যবহার্য।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *