নিরাপদ চিকিৎসা, রক্ত ও হৃদরোগ

লিউকেমিয়া কেন হয় ও সকল পদ্ধতির ডাক্তারদের বক্তব্য।

লিউকেমিয়া

এক ধরণের ব্লাড ক্যান্সার। এ ক্ষেত্রে বোন ম্যারো ও রক্তে মাত্রাতিরিক্ত লিউকোসাইট ও অপরিণত ব্লাড সেল দেখা যায়।

 

লিউকেমিয়ার লক্ষণ

লিউকেমিয়ার উল্লেখযোগ্য লক্ষণগুলো হলো- জ্বর, দেহে ইনফেকশনের উপস্থিতি, এনিমিয়া, রক্তক্ষরণ, ইলেক্ট্রলাইট অসমতা ইত্যাদি।

 

লিউকেমিয়ার চিকিৎসা

এর সম্পূর্ণ আরোগ্যমূলক কোন চিকিৎসা নেই। তবে এ রোগের ক্ষেত্রে কেমোথেরাপী ও লক্ষণভিত্তিক চিকিৎসা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *