ল্যাক্রিমাল এপারেটাস
ল্যাক্রিমাল এপারেটাস
যে সকল অঙ্গ অশ্রু তৈরি ও নিস্কাশনের সাথে সংযুক্ত তাদের মিলিত ভাবে ল্যাক্রিমাল এপারেটাস (Lacrimal Apparatus) বলা হয়। এটি নিম্ন লিখিত অংশ দ্বারা গঠিতঃ-
টিয়ার বা অশ্রু
ল্যাক্রিমাল গ্ল্যান্ড হতে টিয়ার বা অশ্রু নিঃসৃত হয়। এই ক্ষরণটি সামান্য ক্ষারীয় ও ব্যাকটেরিয়া প্রতিরোধী এনজাইম ও বিভিন্ন লবন সমৃদ্ধ। দৈনিক প্রায় ১ মিলি-র কম নিঃসৃত হয়। বেশিরভাগ অংশই বাস্পীভূত হয়ে যায় এবং অবশিষ্টাংশ ল্যাক্রিমাল স্যাক হয়ে ন্যাসসাল্যাক্রিমাল ডাক্টের মাধ্যমে ন্যাসাল ক্যাভিটিতে পতিত হয়।
অঙ্গর কাজঃ এটি কঞ্জাংকটিভাকে আর্দ্র রাখে। কর্নিয়াকে পুষ্টি প্রদান করে। ব্যাকটেরিয়া ধ্বংস করে। আবেগ প্রকাশ করে।
ক্লিনিক্যাল: চোখ দিয়ে অতিরিক্ত অশ্রুপাত তিন কারণে হতে পারে। আবেগ, ইনফ্লামেশন ও নালীর প্রতিবন্ধকতা। ল্যাক্রিমাল স্যাক এর ইনফ্লামেশনকে ডেক্রায়োসিস্টাইটিস বলা হয়। এর ফলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এবং চোখ দিয়ে অতিরিক্ত অশ্রুপাত হয়। নবজাতক শিশু ও বৃদ্ধদের ক্ষেত্রে এই রোগ প্রায়ই দেখা যায়।