কিডনি সমস্যার সমাধান ও সকল পদ্ধতির ডাক্তারদের বক্তব্য।
রেনাল ফেইলুর বা কিডনী নষ্ট হয়ে যাওয়া
কিডনী নষ্ট হয়ে যাওয়া প্রকৃতপক্ষে কোন রোগের নাম নয়। এটি কিডনীর একটি অবস্থা যখন কিডনী অকার্যকর হয়ে যায়।
বিভিন্ন কারনে এটি হতে পারে; যেমন- কিডনীও ইউরেটারে দীর্ঘদিন পাথর থাকা, দীর্ঘদিন যাবৎ বেদনা নাশক ঔষধ সেবন, উচ্চ রক্তচাপ, ডায়বেটিস মেলাইটাস, কিডনীর কিছু রোগ ইত্যাদি।
বলা হয়ে থাকে কিডনী তার অর্ধেকের বেশি কার্যক্ষমতা হারালে দেহে লক্ষণ প্রকাশ করে। তাই ছয়মাস অন্তর অন্তর পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে কিডনীর কার্যক্ষমতা পরীক্ষা করা উচিৎ। কিডনী নষ্ট হয়ে গেলে তার চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। তাই রোগ প্রাথমিক অবস্থায় থাকতেই তার চিকিৎসা করাতে হবে। আর বছর কমপক্ষে দুইবার কিডনীর কার্যকারীতা পরীক্ষা করাতে হবে।