মিনজিরি গাছ
প্রচলিত নাম : মিনজিরি
ইংরেজী নাম : Kassod Tree
বৈজ্ঞানিক নাম : Cassia siamea Lamk.
পরিবার : Leguminosae
পরিচিতি : মাঝারী আকারের পত্রমোচি বৃক্ষ, ১৮ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। বাকল মসৃণ ও সবুজাভ ধূসর। পত্র যৌগিক, পত্রক বিপরীত ৬-১০ জোড়া, ৫-৭, ২-৩ সে. মি., ও লম্বাটে। ফুল হলুদ, রেসিম প্রান্তিয় এবং ৬০ সে. মি. পর্যন্ত লম্বা হয়। ফল পড, চ্যাপটা, ১৫-২২ সে. মি. লম্বা, পাকলে বাদামী বর্ণের হয়। ফুল সারাবছরে ফোটে।
বিস্তৃতি : বাংলাদেশের সর্বত্র লাগানো হয়।
বীজ সংগ্রহ : মার্চ-এপ্রিল।
সাধারণ ব্যবহার : জ্বালানী, শোভা বর্ধনকারী বৃক্ষ ও জীবন্ত কুজটিকা হিসেবে লাগানো হয়। কাঠ নরম ও সাদা বর্ণের হয়। খুঁটি-সস্তা আসবাবপত্র, ঘরের খুঁটি ও যন্ত্রের হাতল নির্মাণে ব্যবহৃত হয়।