গাছপালা

ডাকুর বা দাবুর বা ডাগর গাছ

ডাকুর

প্রচলিত নাম : ডাকুর, দাবুর

ইংরেজী নাম : Dakur

বৈজ্ঞানিক নাম : Cerbera manghas Linn.

পরিবার : Apocynaceae

বিস্তৃতি : সুন্দরবনসহ উপকূলীয় অঞ্চলে জন্মে।

সাধারণ ব্যবহার : কাঠ নরম এবং জ্বালানী হিসেবে ব্যবহৃত হয়।

পরিচিতি : ডাগর উপকূলীয় বনের অপেক্ষাকৃত উঁচু এলাকার উদ্ভিদ। এই প্রজাতির উচ্চতা ৮ থেকে ১০ মিটার পর্যন্ত হয়ে থাকে। ডাগর গাছের পাতা সর্পিলাকারে শাখার শীর্ষে গুচ্ছাকারে সজ্জিত থাকে। পাতা দীঘল, ডিম্বাকার, দৈর্ঘ্যে ৩০ সেন্টিমিটার, প্রস্থে ৭ সেন্টিমিটার, শীর্ষ ভোতা, পাতা গোড়ার দিকে ক্রমশঃ সরু হয়ে ক্ষুদ্র বৃন্তের সাথে যুক্ত হয় । গ্রীষ্মের শুরুতে গাছে দৃষ্টি আকর্ষক সাদা ফুল ফোটে। ফল ডিম্বাকার, ৫-৬ সেন্টিমিটার দীর্ঘ ও ৩-৪ সেন্টিমিটার প্রশস্ত, মাংসল এবং পাকলে লালচে দেখায়। প্রতি ফলে ১-২টি বীজ থাকে । ডাগরের অঙ্কুরোদগম মৃৎগত।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *