গাছপালা

জাইবাঁশ গাছ

প্রচলিত নাম : জাই বাঁশ

ইংরেজী নাম : Jhai Bans

বৈজ্ঞানিক নাম : Bambusa vulgaris Schrad.

পরিবার : Graminae

পরিচিতি : মাঝারী আকারের বাঁশ, কাল্ম ৬-১৫ মিটার লম্বা ও ব্যাস ৩-১০ সে. মি. হয়। বাকল উজ্জ্বল তেলতেলা সবুজ, পাকলে হলুদ বর্ণের হয়। গাছের মাঝ থেকে মাথা পর্যন্ত পর্বসন্ধিতে ডালা হয় এবং গোড়ায় কোন ডালা থাকে না। কাল খোল পতনশীল, ১৫-২৫ সে.মি. লম্বা ও প্রশস্ত লম্বার বেশী হয়। পাতা লম্বা, সরু বল্লমাকৃতির, ৯-২২x ১-৩ সে.মি., পাতার গোড়া গোলাকার ।

বিস্তৃতি : বাংলাদেশের সর্বত্র লাগানো হয়।

সাধারণ ব্যবহার : ঘরের খুঁটি, গৃহনির্মাণ, বেড়া, ঝুড়ি, কুলা, কুটির শিল্প সামগ্রী, নির্মাণ কাজ, কৃষি উপকরণ, তরজা ও বিবিধ কাজে ব্যবহৃত হয়। এছাড়া, দাড়া বা চাটাই তৈরীতে ব্যবহৃত হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *