হরমোন সংক্রান্ত রোগে ব্যবহৃত ঔষধ ও সকল পদ্ধতির ডাক্তারদের বক্তব্য।
হরমোন সংক্রান্ত রোগে ব্যবহৃত ঔষধ
=ে আজক
১। ডায়বেটিস মেলাইটাসে ব্যবহৃত ঔষধ
ইনজেকশন যোগ্য: ইনসুলিন প্রস্তুতিসমূহ, যেমন- ক্রিস্টালাইন ইনসুলিন
ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগ: যেমন-গ্নিকাজাইড, মেটরফরমিন, লিনাগ্লিপটিন ইত্যাদি।
২। থায়রয়েড ও প্যারাথায়রয়েড গ্ল্যান্ড এর উপর ক্রিয়াশীল ঔষধ
থায়রয়েড ড্রাগ; যেমন-থায়রক্সিন, লিওথায়রক্সিন
এন্টিথায়রয়েড ড্রাগ; যেমন- কাৰ্বিমাজল, আয়োডিন ও আয়োডাইড, প্রোপাইল থায়োইউরাসিল, প্রোপানোলল
হাইপার প্যারাথায়রয়ডিজমে ব্যবহৃত; যেমন-সিনাক্যালসেট
৩। কর্টিকোস্টেরয়েড
৫। হাইপোথ্যালামাসের উপর ক্রিয়াশীল ঔষধ: যেমন- গোনাভোরেলিন ( ফলিকল স্টিমুলেটিং হরমোন রিলিজিং হরমোন, লুটেনাইজিং রিলিজিং হরমোন), প্রোটিরেলিন, সেরমোরেলিন।
৬। পিটুইটারী গ্ল্যান্ড উপর ক্রিয়াশীল ঔষধ
এন্টেরিয়র পিটুইটারী: যেমন-কর্টিকোট্রফিন ( এসিটিএস),ট্রেট্রাকোস্যাকটাইড অথবা টেট্রাকোস্যাকরিন (কর্টিকোট্রফিন এর এনালগ)। গোনাভোট্রোপিন ( কোরিওনিক গোনাডোট্রফিন, ফলিকল স্টিমুলেটিং হরমোন অথবা ফন্ট্রিপিন আলফা এবং বিটা, হিউম্যান মেনোপজাল গোনাডোট্রফিন, ইউয়োফন্ট্রিফিন); গ্রোথ হরমোন ( ওমাট্রফিন), প্রোল্যাকটিন, ব্রমক্রিপটিন ইত্যাদি।
পোস্টেরিওর পিটুইটারী : ভ্যাসসাপ্রেসিন, ডেমেক্লোসাইক্লাইন ইত্যাদি
৭। সেক্স হরমোন।
ফিমেল সেক্স হরমোন: যেমন-এস্ট্রোজেন, প্রজেস্টেরন
মেল সেক্স হরমোন: যেমন-টেস্টোস্টেরন।