এনাটমি ও ফিজিওলজি

এন্ডোক্রাইন সিস্টেম

এন্ডোক্রাইন সিস্টেম

এন্ডোক্রাইন গ্ল্যান্ড (endocrine gland) সমূহ নিয়ে এন্ডোক্রাইন সিস্টেম (endocrine system) গঠিত।

 

চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় দেহের বিভিন্ন এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তক্ষরা গ্রন্থি নিয়ে আলোচনা করা হয় তাকে এন্ডোক্রাইনোলজি (endocrinology) বলে।

 

 

 

এন্ডোক্রাইন গ্ল্যান্ড

এন্ডো = আভ্যন্তরিন, ক্রাইনস – ক্ষরণ।

 

এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তক্ষরা গ্রন্থি: নালীবিহীন গ্রন্থি যার ক্ষরন সরাসরি রক্তে প্রবেশ করে। এসব গ্রন্থির ক্ষরনকে হরমোন বলে। দেহের গুরুত্বপূর্ণ এন্ডোক্রাইন গ্ল্যান্ড সমূহ এবং তাদের প্রধান ক্রিয়া

 

নাম

অবস্থান

প্রধান কাজ হাইপোথ্যালামাস মস্তিস্কের

অন্যান্য এন্ডোক্রাইন গ্ল্যান্ডের। ডায়ানসেফালনে ক্ষরণ নিয়ন্ত্রন করে। সম্মুখ (এন্টেরিয়র) | মস্তিস্কের ভিত্তিমুলে। | | অন্যান্য গ্ল্যান্ড এর ক্রিয়া নিয়ন্ত্রন । পিটুইটারী

। দেহের বৃদ্ধি ও বিকাশ পশ্চাৎ (এন্টেরিয়র) | মস্তিস্কের ভিত্তিমূলে | দেহের পানির ভারসাম্য রক্ষা পোস্টেরিয়র

করে।

 

এডরেনাল কিডনীর উর্দ্ধ মেরুতে | দেহের ইলেক্ট্রোলাইট ভারসাম্য

রক্ষা করে। দেহের মেটাবলিজম নিয়ন্ত্রন |

করে। থায়রয়েড | ঘাড়ের সম্মুখ অংশে ] | দেহের মেটাবলিজমে ভূমিকা রাখে। প্যারাথায়রয়েড থায়রয়েড গ্রন্থির | দেহের ক্যালসিয়ামের ভারসাম্য

নিকটে

রক্ষা করে। প্যানক্রিয়াস। উদর গহবরে। রক্তের গ্লুকোজ ভারসাম্য নিয়ন্ত্রন।

করে। ওভারি বা ডিম্বাশয়। মহিলাদের পেলভিসে | মহিলাদের জননকাজে ভুমিকা

পালন করে। মহিলাদের দেহের বিকাশ ও

মেটাবলিজমে ভূমিকা রাখে। টেস্টিস

পুরুষের অন্ডথলির। পুরুষের জননকাজে ভুমিকা পালন মধ্যে

করে। প্লাসেন্টা

গর্ভাবস্থায় জরায়ুতে | ভ্রনের বৃদ্ধিতে ভূমিকা পালন

করে।

 

হরমোন

হরমোন (Hormon) হলো বিশেষ ধরণের রাসায়নিক পদার্থ যা এন্ডোক্রাইন গ্ল্যান্ড কর্তৃক নিঃসৃত হয়ে সরাসরি রক্তে প্রবেশ করে এবং দেহের বিভিন্ন কোষের কাজ নিয়ন্ত্রন করে।

 

হরমোন এন্ডোক্রাইন গ্ল্যান্ড কর্তৃক নিঃসৃত হয়ে রক্তে প্রবেশ করে এবং নির্দিষ্ট সেল-এ গিয়ে তার ক্রিয়া প্রদর্শন করে।

 

 

 

 

 

 

 

হাইপোথ্যালামাল 

হাইপোথ্যালামাস (hypothalamus) হলো মস্তিস্কে অবস্থিত একটি এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডের ক্ষরণ অন্য এন্ডোক্রাইন গ্ল্যান্ড এর ক্ষরণ নিয়ন্ত্রন করে। এই গ্রন্থির ক্ষরণ সমূহ।

১. থাইরোট্রপিন রিলিজিং হরমোন – থায়রয়েড গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রন করে।

২. কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন – সম্মুখ পিটুইটারির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রন করে।

৩. গোনাডোট্রপিন রিলিজিং হরমোন – সম্মুখ পিটুইটারির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রন করে।

৪. গ্রোথ হরমোন রিলিজিং হরমোন – সম্মুখ পিটুইটারির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রন করে।

৫. সোমাষ্টোষ্টাটিন – সম্মুখ পিটুইটারির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রন করে।

৬. পোলাক্টিন ইনহিবিটরি ফ্যাক্টর – সম্মুখ পিটুইটারির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রন করে।

৭. প্রোলাক্টিন রিলিজিং ফ্যাক্টর- সম্মুখ পিটুইটারির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রন করে।

এস্টেরিয়র (সম্মুখ) পিটুইটারী 

এন্টেরিয়র পিটুইটারী (anterior pituitary) মস্তিস্কে অবস্থিত এন্ডোক্রাইন গ্ল্যান্ড। একে হাই হাইপোথাইসিসও বলা হয়।

পোক্টেরিয়র (পশ্চাৎ) পিটুইটারী

সম্মুখ পিটুইটারীর পেছনে অবস্থিত একটি এন্ডোক্রাইন গ্ল্যান্ড। একে নিউরোহাইপোথাইসিস ও বলা হয়। এই গ্রন্থির হরমোন সমূহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *