গাছপালা

গুলঞ্চ বা গুড়চী বা আমৃতবল্লী গাছ

প্রচলিত নাম : গুড়চী, আমৃতবল্লী

ইংরেজী নাম : Gulancha

বৈজ্ঞানিক নাম : Tinospora cordifolia Hook.

পরিবার : Menispermaceae

পরিচিতি : গুলঞ্চ একটি লতানো গাছ। ইহার সরু সূতার মত শিকড়গুলি (Aerial roots) মাটির দিকে ঝুলে থাকে। পাতা ২-৪ ইঞ্চি, হৃৎপিণ্ডাকৃতি, পাতলা ও অগ্রভাগ সরু। বীজ মটরের ন্যায়, লালবর্ণ, বক্রাকৃতি ও গোলাকার।

বিস্তৃতি : সমগ্র বাংলাদেশ ও ভারতের উপক্ৰান্তীয় অঞ্চলের সর্বত্রই দেখা যায়।

ঔষধী ব্যবহার :

১) গুলঞ্চ উষ্ণ বীর্য কষায় ও তিক্তরস জ্বরনাশক।

২) এর কাণ্ড ও শিকড় থেকে শ্বেতসার পাওয়া যায় তা উদরাময় ও আমাশয় রোগের ঔষধ।

৩) গুলঞ্চের রস টনিক হিসাবে এবং বাতরোগের প্রতিষেধক হিসাবে আমাদের দেশে ব্যবহৃত হয়ে আসছে।

৪) ইহা দাহ, বেদনা, তৃষ্ণা, বমিনাশক।

৫) ইহার কাথ রসায়ন ও বাজীকরণ-এর কাজে ব্যবহৃত হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *