প্রচলিত নাম : ভদ্রেলা, ইন্দ্রানী, দিব্যগন্ধা, গর্ভর্সম্ভবা, কুচারিকা
ইংরেজী নাম : Greater cardamom
বৈজ্ঞানিক নাম : Amomum subulatum Roxb.
পরিবার : Zingiberaceae
পরিচিতি : গুল্ম জাতীয় বহুবর্ষজীবী গাছ। ২.৫ মিটার দীর্ঘ হতে পারে। কন্দজাতীয় পাতা প্রধান কাণ্ড। রাইজোম শাখায়িত গড়ানো। পাতা আয়ত- বর্শাফলকাকৃতি, আরোমশ, স্পাইক, গোলাকৃতি ও খুব ঘন। ছোট ছোট পুষ্পবৃন্ত। ফল ছোট, ত্রিকোণী একাইনেট এবং প্রতিকোষে বেশ কয়েকটি সুগন্ধি বীজ আছে। ফল আগে-পিছে চ্যাপ্টা।
বিস্তার : আদি নিবাস কর্নাটক, গুজরাট। পরবর্তীতে আসাম, সিকিম, নেপাল, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে বিস্তার লাভ করে। বর্তমানে বাংলাদেশেও চাষ হয়।
ব্যবহার্য অংশ : ফল।
ঔষধি ব্যবহার :
১) বড় এলাচ রসে ও পাকে কটু, অগ্নিকারক, পিত্তশ্লেষ্ম, রক্তদুষ্টি, কভু, শিরঃরোগ, বমি ও কাঁশনাশক।
২) আয়ুর্বেদীয় ও ইউনানী ওষুধে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বিশেষ করে যকৃৎ, বৃক্ক ও হৃদপিণ্ডঘটিত রোগের উপশম হয়।
৩) পেটের অজীর্ণ, ফাঁপা ও বায়ুজনিত রোগে ২টি এলাচ বেটে ১ কাপ গরম পানিতে মিশিয়ে খেলে উপকার হয়।
৪) চুলকানি ও গায়ের দুর্গন্ধ দূরীকরণে চন্দনের মতো বেটে গায়ে মাখলে দুর্গন্ধ দূর হয়।
৫) ম্যালেরিয়া জ্বরে এলাচ উপকারী।