বান্দরহোলা গাছ
প্রচলিত নাম : বান্দরহোলা
ইংরেজী নাম : Bandarhola
বৈজ্ঞানিক নাম : Duabanga grandiflora Roxb.
পরিবার : Sonneratiaceae
পরিচিতি : বড় আকারের পত্রহরিৎ বৃক্ষ, ৪৫ মিটার পর্যন্ত উঁচু হয়। পাতা সরল, ১৮-৩৫ সে.মি. লম্বা হয়, একান্তর ও পূর্ণাঙ্গ। ফুলের বৃতি কাপাকৃতির, ফুল সাদা ও বড়। ফল ক্যাপসুল, ৪-৮টি প্রকোষ্ঠ আছে।
বিস্তৃতি : বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রামের বনাঞ্চলে পাওয়া যায়।
সাধারণ ব্যবহার : কাঠ মোটামুটি শক্ত, দৃঢ়, হালকা ও টেকসই। পানিতে ভাল টেকে। ভাল পালিশ নেয় বিধায় প্রথম শ্রেণীর কাঠ হিসাবে বিবেচ্য। এ কাঠ ডোঙ্গা, নৌকা, ট্রলার, লঞ্চ, ঘরের আদল-বোয়া, তক্তা, পাটাতন, আসবাবপত্র ও দিয়াশলাইর কাঠি তৈরীতে ব্যবহৃত হয়।